মামুনের স্ত্রীর খালাসের রায় আপিলে বাতিল


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০২ নভেম্বর ২০১৫

দুর্নীতির মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে মামলাটি পুনরায় হাইকোর্টে  শুনানির জন্য বলা হয়েছে।

দুদকের লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে রোববার গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৮ মে দুনীর্তি দমন কমিশন (দুদকের) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে ৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩শ ৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ওই বছরের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের আরেক সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক।

মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৭ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত মামুনকে ১০ বছর এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিনকে ৩ বছরের দণ্ড দেয়।

মামুন ও শাহিনা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ২০১২ সালে তাদের খালাস দেন।

এফএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।