কল্লোল চট্টগ্রাম বিভাগের ২য় শ্রেষ্ঠ জেলা প্রশাসক


প্রকাশিত: ০৯:০৮ এএম, ০২ নভেম্বর ২০১৫

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসকদের মধ্যে দ্বিতীয় হয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। জনগণের দোড়গোড়ায় সেবা প্রাপ্তি নিশ্চিতক্রমে গণমুখি জনপ্রশাসন গড়ে তোলাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন।

এ উপলক্ষে রােববার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এস.এ বারী সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক এ.কে.এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মতিন প্রমুখ।
 
উল্লেখ্য, গত শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগের ১৯টি ক্যাটাগরির শ্রেষ্ঠদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। ওই অনুষ্ঠানে পৃথক ক্যাটাগরিতে তৃতীয় অবস্থানে থাকা কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মতিনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।