নাইট ও ডেম উপাধি না দেয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০২ নভেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সম্মাননা হিসেবে নাইট ও ডেম উপাধি আর কাউকে দেয়া হবে না বলে জানিয়েছেন। এই উপাধি আধুনিক অস্ট্রেলিয়ার জন্য মানানসই নয় বলেও মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির।
 
টার্নবুল বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়ার জন্য এই ধরনের উপাধি যথোপযুক্ত নয়। রানি এলিজাবেথ উপাধি বাদ দেওয়ার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, নিজেদের সম্প্রদায়ের বাইরে পরিচিত নয় এমন অনেক অস্ট্রেলীয়কে সম্মাননা জানানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পদক। তবে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আধুনিক অস্ট্রেলিয়ায় নাইটহুড ও ডেমহুড উপাধি আর দেয়া হবে না।

২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট নাইটহুড ও ডেমহুড উপাধি পুনরায় চালু করেছিলেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফররত ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স ফিলিপকে নাইট উপাধি দেয়া হয়। পরে টনি অ্যাবটকে এ ঘটনায় ব্যাপক সমালোচনায় পড়তে হয়। গত সেপ্টেম্বরে লিবারেল পার্টির নেতৃত্ব হারানোর পর প্রধানমন্ত্রীর পদ থেকেও বিদায় নেন অ্যাবট।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।