কড়া নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান
জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সরেজমিন এরকম চিত্রই দেখা গেছে।
বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই সমাবেশস্থলের চারপাশে কড়া নিরাপত্তা বসিয়েছেন তারা।
এর আগে গত ১৫ দিন ধরেই এই সমাবেশ সফল করতে কাজ করেছেন দলটির শীর্ষ নেতারা। তবে এই প্রথম জেল হত্যা দিবস উপলক্ষে এত বড় সমাবেশের আয়োজন করছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন। সমাবেশ সফল করতে নানা উদ্যোগও গ্রহণ করেছেন তারা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর তার রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ৩ নভেম্বর জেলখানার অভ্যন্তরে গুলি করে হত্যা করে ঘাতকরা। বাঙালি জাতির জীবনে কলঙ্কময় দিন এটি। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগসহ সমগ্র জাতি একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শোকাবহ এ দিবসটিকে পালন করবে।
এমএম/এসএইচএস/এমএস