অস্বাভাবিক দর বাড়ার কারণ নেই জেমিনী সী ফুডের


প্রকাশিত: ০৭:০০ এএম, ০২ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেড অস্বাভাবিকহারে শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ডিএসই সূত্রে জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

গত ৯ কার্যদিবসে এ কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে। ১৯ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৭০ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১ নভেম্বর ৪৬০ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯০ টাকা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।