ঝিনাইদহে হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত


প্রকাশিত: ০৩:০১ এএম, ০২ নভেম্বর ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জে পেট্রল ঢেলে শ্বাশুড়ি ও শ্যালিকাকে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত জামাই কামাল শেখ (৩০) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের বাবুল শেখে ছেলে।

সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সুরুজ মিয়া জাগো নিউজকে জানান, রাতে ঝিনাইদহ র‌্যাবের একটি টহল দল কালীগঞ্জের বারবাজারের পিরোজপুর এলাকার ছোট পুল নামক স্থানে তল্লাশি চালায়। সেখানে পার্শ্ববর্তী রাস্তা থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে।

এসময় ওই মোটরসাইকেলে থাকা তিন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর দুই সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও অপর এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের বাবুল শেখে ছেলে বলে তিনি জানান।

উলে­খ্য, ১৯ সেপ্টেম্বর রাতে স্ত্রীকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে পেট্রল ঢেলে আগুন দিলে অগ্নিদগ্ধ হয়ে কামালের স্ত্রী উর্মির মা ও উর্মির ছোট বোন তাসমিয়া ২০ তারিখে মারা যান। ঘটনাটি ঘটেছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামে। উর্মি ফরাশপুর গ্রামের নজরুল ইসলাম চাঁন মিয়ার মেয়ে। এ ঘটনায় উর্মি ও তার বাবা চাঁন মিয়াও অগ্নিদগ্ধ হয়েছিলেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।