বেনাপোল-যশোর মহাসড়ক অবরোধে ৩ কিলোমিটার যানজট


প্রকাশিত: ০২:৪৩ এএম, ০২ নভেম্বর ২০১৫

যশোরের নাভারন আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষক আমজাদ হোসেনকে মারপিটের প্রতিবাদে রোববার বিকেলে বেনাপোল-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। বন্ধ হয়ে যায় আমদানি-রফতানি পণ্য পরিবহনসহ আন্ত:জেলা বাসসহ বিভিন্ন যানবাহন।

এর ফলে দীর্ঘ ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টাকালে পুলিশের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। দুর্ভোগে পড়েন হাজারও যাত্রীসহ পথচারীরা।

নাভারন হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ জাগো নিউজকে জানান, নাভারন শেখ আকিজ উদ্দিন কলেজিয়েট স্কুলের ক্রীড়া শিক্ষক আমজাদ হোসেন শনিবার ইভান নামে এক ছাত্রকে ইউনিফর্ম ছাড়াই দেরিতে স্কুলে আসায় বকাঝকা করেন। এতে ইভান ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল হান্নানকে ডেকে নিয়ে আসে। এরপর বাবা-ছেলে মিলে স্কুলের শিক্ষক মিলনায়তনে গিয়ে আমজাদ হোসেনকে মারপিট করে জখম করে। বিচারের দাবিতে এদিন প্রতিবাদ ও বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা। বিচারের নামে একশ টাকা জরিমানা করে হান্নানকে ছেড়ে দেয়ার খবর পেয়ে বিক্ষুদ্ধ হয় ওঠে শিক্ষার্থীরা।

প্রতিবাদে সড়ক অবরোধ করে তারা। কয়েক দফায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে যশোরের শার্শার জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি মীমাংসা করে দেন। ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এ ঘটনার পর স্কুল ও আশেপাশের পরিবেশ শান্ত রাখতে ২ দিনের ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।