বাণী-বচন : ০২ নভেম্বর ২০১৫
মহাত্মা
বিত্ত নহে তর্পণীয় চিত্ত পুরুষের।– মোহিতলাল মজুমদার
মহৎ লোকের অন্তর সর্বক্ষণ দগ্ধ হতে থাকে।– এডমন্ড বার্ক
মহৎ মানুষেরা বিধাতার কল্পনার চমৎকার ফসল।– পি জে বেইলি
কোনো মহৎ লোকের জীবনই বৃথা যায় না।– ডাব্লিউ এস ল্যান্ডার
বিধাতার রাজ্যে মহৎ মানুষেরা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে।– জন ড্রিঙ্ক ওয়াটার
বচন
অধিক দুঃখে না হইও কাতর,
অধিক ধনে না হইও চিতোর।
অর্থ : অধিক দুঃখে কাতর ও অধিক ধনে গর্বিত হতে নেই- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এমএস