ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ১০১ সদস্যের কমিটি গঠন


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০১ নভেম্বর ২০১৫

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে “মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি” গঠন করা হয়েছে।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে সদস্য সচিব করে ১শ` ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে দলটি।

রোববার দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, বাবু গযেশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ্ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাদেক হোসেন খোকা, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, হারুন অর রশিদ খান মুন্নূ, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর জে. (অব:) মাহমুদুল হাসান।

এছাড়াও  অধ্যাপক এম এ মান্নান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, এম এ কাইয়ূূুম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, মসিউর রহমান, মজিবুর রহমান সরোয়ার, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, ড. আসাদুজ্জামান রিপন।

লুৎফর রহমান খান আজাদ, অ ন ম এহসানুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আফজাল এইচ  খান, গাজী মাজহারুল আনোয়ার, কাজী আসাদুজ্জামান, কবীর মুরাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাফরুল হাসান, হাবিব-উন নবী খান সোহেল, হুমায়ূন ইসলাম খান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

নজরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আবদুল লতিফ জনি, কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মো: তাইফুল ইসলাম টিপু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ্যাড. নিতাই রায় চৌধুরী, এম এ মালেক, নুরী আরা সাফা, শিরীন সুলতানা, সুলতান সালাহ উদ্দিন টুকু, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম শিশির, এন আই খান, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

রাবেয়া সিরাজ, আরিফুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাঈদ সোহরাব, মোস্তাফিজুর রহমান বাবুল, অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ (ডাবলু), বাবুল আহমেদ, মীর সরফত আলী সপু, আলহাজ্ব কাজী আবুল বাশার, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, মিসেস শাহীনা খান, হাসান উদ্দিন সরকার, ফেরদৌস আহমেদ খোকন, বদরুজ্জামান খসরু, কাজী মনিরুজ্জামান মনির, জামাল শরীফ হিরু।

তকদির হোসেন মো. জসীম, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আনোয়ার হোসেন, ইশতিয়াক আজিজ উলফাত, আলহাজ্ব শাহ মো. নেছারুল হক, নুরুল ইসলাম খান নাসিম, আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব, সাইফুল আলম নীরব, মনির খান, এস এম শফিউজ্জামান খোকন, হাফেজ আব্দুল মালেক, আবুল কালাম আজাদ, কৃষিবিদ শামসুল আলম তোফা, রাজীব আহসান, আকরামুল হাসান, এস কে সাদী, বাবু শ্যামল হোড়, মো. মাহমুদুল হক সানু।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।