ওয়ালটন ২৯তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
ওয়ালটন ২৯তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০১৫ রোববার থেকে শুরু হয়েছে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
রোববার বিকেলে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এবারের এই ওয়ালটন ২৯তম আন্তর্জাতিক জুনিয়ার টেনিস চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশসহ ১৬টি দেশের ১০৪ জন জুনিয়র টেনিস তারকা অংশ নিচ্ছে। এর মধ্যে ৬৮ জন ছেলে ও ৩৬ জন মেয়ে।
অংশ নেওয়া দেশের মধ্যে স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, গ্রেট ব্রিটেন, জার্মানি, হংকং, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া, চাইনিজ তাইপে উল্লেখযোগ্য।
আরটি/একে/আরআইপি