ধারাবাহিক নিয়ে আসছেন জিয়াউদ্দিন আলম


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০১ নভেম্বর ২০১৫

মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেছিলেন ফটো সাংবাদিক হিসেবে। তারপর নিজেকে নিয়ে গেছেন সৃষ্টিশীলতার নানা শাখায়। সময়ের এই প্রান্তে আজ তিনি পরিচিত সফল নাট্য নির্মাতা, গীতিকার ও চিত্র সাংবাদিক হিসেবে।

টিভি, সংগীত ও চলচ্চিত্রে এই প্রজন্মের অনেক তারকাকেই তিনি শোবিজে পথ ঘাট চিনিয়েছেন। দেখিয়ে দিয়েছেন স্বপ্ন পূরণের সিঁড়ি। খ্যাতি আর প্রতিষ্ঠার মোহে সেসব কথা অনেকেরই আজ বিস্মৃত। তাতে মন খারাপ করেন জিয়াউদ্দিন আলম। তিনি চলেছেন দুর্বার গতিতে।

জানালেন, এবারে তিনি ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। ‘সার্কেল’ নামের ৫২ পর্বের ধারাবাহিক নাটকটি রচনা করেছেন বিনোদন সাংবাদিক রুদ্র মাহফুজ।

আলম বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে এই নাটকের কাজ শুরু করছি। দারুণ একটি গল্পের জন্য রুদ্র মাহফুজের কাছে কৃতজ্ঞতা জানাই। নাটকে ভিন্ন প্রজন্মের তারকারাই অভিনয় করবেন। আশা করছি দর্শকদের ভালো লাগার মতই একটি ধারাবাহিক তৈরি করতে পারব।’

তিনি জানালেন, আগামী ডিসেম্বর মাস থেকে ‘সার্কেল’ নাটেকের শুটিং শুরু হবে। ধারাবাহিক নাটকটি আগমী বছরের জানুয়ারির মধ্যেই যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। এরইমধ্যে বেশ কিছু চ্যানেলের সাথে কথা হয়েছে। তারা আগ্রহ প্রকাশ করেছেন এই নাটকটির ব্যাপারে। এখন যাদের সাথে ব্যাটে-বলে মিলে যাবার অপেক্ষা।

উলে­খ্য, জিয়াউদ্দিন আলম এ পর্যন্ত ২৫ টি খন্ড নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন । তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো- আনলিমিটেড হাসো, পাইরেসি, অজুহাত, স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি, ভালোবাসায় ফেরা, বাবুই পাখির বাসা, সম্পর্ক নবায়ন, তবুও স্বপ্ন দেখা, মেঘলা রোদ্দুর, আমি এবং মিসেস, শুধু ১ মিনিট, কানামাছি, ‘মনের আকাশে নীল মেঘ’ ইত্যাদি।

পাশাপাশি সম্প্রতি সিময়ে নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম গানের ভুবনেও পা রেখে চলেছেন সমান তালে। গত ভালবাসা দিবস উপলক্ষে তিনটি গান লিখে গীতিকার হিসেবে অভিষেক ঘটে তার। তারপর থেকে নিয়মিতই লিখছেন অডিও ও চলএ পর্যন্ত ৩ টি একক এ্যালবাম ‘কিছু ভালোবাসা’ ‘কিছু প্রত্যাশা’ ও ‘কিছু স্বপ্ন’ । এবং ১০ টি মিক্স এ্যালবাম গান লিখেছেন। এছাড়া জিয়উদ্দিন আলম বেশ কিছু চলচ্চিত্রে গান লিখেছেন  ও নিয়মিত গান লিখে যাচ্ছেন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।