অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার বন্ধের হুমকি দিল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

নিউজ আর্টিকেলের জন্য গণমাধ্যম প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে মূল্য পরিশোধ করতে হবে; অস্ট্রেলিয়া সরকার এমন একটি আইন প্রণয়নের ঘোষণা দেয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটিতে ব্যবহারকারীদের নিউজ শেয়ার বন্ধের হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক। খবর বিবিসি অনলাইনের।

অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবিত ওই আইনে বলা হচ্ছে, নিজেদের প্লাটফর্মে রিপোস্ট হওয়া নিউজ কনটেন্টের জন্য ফেসবুক ও গুগলের মতো টেক জায়ান্টগুলোকে মূল্য পরিশোধ করতে হবে। গত মাসে উল্লিখিত এমন আইনের পরিকল্পনা করা হচ্ছে জানানোর পরপরই এর প্রতিবাদ জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

গত মাসে গুগল হুমকি দেয়, যদি এমনটা হয় তাহলে তাদের সার্চ সার্ভিস নাটকীয়ভাবে দুর্বল হয়ে যাবে। মার্কিন ডিজিটাল জায়ান্টদের শক্তি কমাতে যেকোনো বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার এমন ঘোষণা দেয়ার পর টেক জায়ান্ট ও রেগুলেটরদের মধ্যে উত্তেজনার সবশেষ উদাহরণ ফেসবুকের এ হুমকি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষ এ হুমকি দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খবর ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বন্ধ হয়ে যাবে। এটি তারা করতে চায়নি। কিন্তু অস্ট্রেলীয় সরকারের এহেন পদক্ষেপের ফলাফল হিসেবে এটাই তাদের একমাত্র পথ খোলা রয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এ নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন করা হবে তার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। তবে নিউজ শেয়ার বন্ধ করা হলেও ফেসবুকে সামাজিক যোগাযোগের আর যেসব উপায় এর ফলে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার আইন মূলত ফেসবুক ও গুগলের মতো টেক জায়ান্টদের জন্য করা হলেও তা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য হতে পারে। সরকারের প্রস্তাবিত এই আইনে ব্যাপক সমর্থন রয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর। ফলে শিগগিরই আইনটির বাস্তবায়ন দেখা যেতে পারে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।