প্রকাশকদের ওপর হামলা : নেপথ্যে একজন
শুদ্ধস্বর ও জাগৃতি প্রকাশনীর প্রকাশকদের হত্যা চেষ্টার ঘটনার নেপথ্যে একজন বলে ধারণা করছে পুলিশ। রোববার মহানগর গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, দুটি হত্যা চেষ্টার ঘটনা প্রায় একই সময় ঘটেছে। হত্যার পেছনে একই ব্যক্তি থাকতে পারে। তবে আমাদের সন্দেহের তীর আনসারুল্লাহ বাংলাটিমের দিকে। তাদের কোনো অঙ্গসংগঠনই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুলসহ তিন জনের উপর হত্যার হামলা চালায় দুর্বিত্তরা। একই সময়ে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে। এঘটনার কয়েকঘণ্টা পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।
হত্যাকাণ্ডের পূর্বে ব্লগার টুটুলও নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও কেন তার উপর হামলা হল। পুলিশ কি তাদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, টুটুল ফেব্রুয়ারির ২৬ তারিখে নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন। তবে এ কারণে ঢালাওভাবে পুলিশকে সফল বা ব্যর্থ বললে চলবে না। এমন অনেক ঘটনা ঘটতে যাচ্ছিল আমরা সেগুলো প্রতিরোধ করেছি। এর আগে অনেককে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। পুলিশ তৎপর থাকার কারণে সেগুলো প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
লালমাটিয়ায় হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, হত্যাকারীরা চাপাতির পাশাপাশি গুলি ব্যবহার করেছে। তারা পেশাদার খুনি ছিল না বলেই আমরা ধারণা করছি।
প্রকাশকদের হত্যা ও হত্যা চেষ্টার ঘটনা ও আসন্ন একুশের বই মেলার নিরাপত্তা নিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘প্রতিবারের মতো বই মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।’
এআর/এসকেডি/আরআইপি