এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত


প্রকাশিত: ১১:২১ এএম, ০১ নভেম্বর ২০১৫

এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মত অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষক ও কর্মচারীরা। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তারা।

রোববার অনশনের তৃতীয় দিনে ওই শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি তারা।  

অনশনের  তৃতীয় দিনে এসে অসুস্থ হয়ে পড়লেও শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে আর নড়ব না।

অনশনে অংশ নেওয়া বরিশালের বানারীপাড়া সৈয়দকাঠি ইসলামিয়া কলেজের শিক্ষক রুনা খানম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। মরে যাব, তবু দাবি থেকে এক চুলও নড়বো না।

এএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।