আমিরাতে পিতৃত্বকালীন ছুটি পাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরাও

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২০

অডিও শুনুন

বিশ্বের প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে। দেশটিতে বেসরকারি চাকরিজীবী বাবারা সন্তান জন্মের পর প্রথম ৬ মাসের মধ্যে যে কোনো ৫ দিন এই ছুটি গ্রহন করতে পারবেন এবং সেই সঙ্গে পিতৃত্বকালীন ভাতা এবং বেতনও পাবেন।

গত রোববার আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান পিতৃত্বকালীন এই ছুটির আদেশ জারি করেন। প্রথম আরব দেশ হিসেবে বেসরকারি খাতে পিতৃত্বকালীন এই ছুটি ঘোষণার মাধ্যমে দেশটির নেতৃত্ব আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি পারিবারিক স্থিতিশীলতা ও সংহতি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বেসরকারি খাতে চাকরিজীবীরা পিতৃত্বকালীন কোনো ছুটি পেতেন না। তবে সরকারি কর্মজীবীরা সন্তান জন্মানোর প্রথম তিনদিন পিতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারেন। এটা এখনও পরিষ্কার নয় যে, রোববারের ওই ঘোষণার মধ্যে সরকারি চাকরিজীবীরাও অন্তর্ভূক্ত হবেন কিনা।

বর্তমানে সরকারি চাকরি করেন এমন নারীরা বেতনসহ ৯০ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। এর বাইরে ছুটির প্রয়োজন হলে তারা বেতন ছাড়া আরও কিছুদিন ছুটি কাটানোর অনুমতি পেয়ে থাকেন। অপরদিকে, বেসরকারি কর্মজীবী নারীরা বেতনসহ ৪৫ দিনের ছুটি পেয়ে থাকেন। তবে নতুন আইন জারির ফলে নারীরা অতিরিক্ত আরও পাঁচদিনের ছুটি পাবেন।

এদিকে, সৌদিতে পিতৃত্বকালীন ছুটি তিনদিনের। অপরদিকে লেবাননেও পিতৃত্বকালীন ছুটি তিনদিনের। দেশটিতে বেতনসহ এই ছুটি দেওয়ার কথা থাকলেও তা খুব কমই প্রয়োগ করতে দেখা যায়।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন, কুয়েত, বাহরাইন, ইরাক জর্ডান, সিরিয়া এবং কাতারে পিতৃত্বকালীন কোনো ছুটি নেই। তবে ইরানে সন্তান জন্মের পর একজন বাবা দুই সপ্তাহ ছুটি পেয়ে থাকেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।