না.গঞ্জে জেএসসি-জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ৯৮৯ জন


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০১ নভেম্বর ২০১৫

রোববার থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে নারায়ণগঞ্জে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে নারায়ণগঞ্জে ২৫টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৯ হাজার ৩১২ জনের মধ্যে ৮৩৭ জন অনুপস্থিত ছিলেন।

অপরদিকে ৮টি কেন্দ্রে জেডিসি পরীক্ষার্থী ৩ হাজার ৪৮৪ জনের মধ্যে ১৫২ জন অনুপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার কর্মকর্তা নাসরিন এ তথ্য জানিয়েছেন।

রোববার জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগমসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।