শরীয়তপুরের দুইজনের চার্জ গঠনের শুনানি ১৬ নভেম্বর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শরীয়তপুরের সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলভী ও পলাতক ইদ্রিস আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলার অভিযোগ (চার্জ) দাখিল এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ঠিক করেন আদালত।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর বিচারপতিরা হলেন, মো.শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
রোববার রাষ্ট্রপক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা। অপরদিকে আসামি সোলায়মান মোল্লার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম। এসময় সোলায়মান মোল্লার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী
তামিম। জামিন আবেদনের শুনানি ওইদিন হবে বলে জানান ডিফেন্স আইনজীবী গাজী তামিম।
এর আগে ট্রাইব্যুনালের নির্দেশে গত ১৪ জুন রাতে শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সলেমান মৌলভীকে গ্রেফতার করা হয়। পরদিন ১৫ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১০ সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের দায়ের করা যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামি সলেমান মৌলভী। গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেয়া প্রতিবেদন অনুসারে আসামিদের বিরুদ্ধে একাত্তরে মানবতাবরোধী অপরাধের মোট ৪টি অভিযোগ রয়েছে।
এফএইচ/এসএইচএস/আরআইপি