হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে করোনাক্রান্ত ব্যাংকারের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৯ আগস্ট ২০২০

হাসপাতালের ৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যাংক কর্মকর্তা (৪২) আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের মোরাবাদে তীর্থঙ্কর মহাবীর মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার অমিত আনন্দ জানান, গ্রামীণ ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। গত ২১ জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত ২৫ জুলাই তাকে এই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, করোনা আক্রান্ত হওয়ায় হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক কংগ্রেস নেতাও করোনা আক্রান্ত হওয়ার পরই আত্মঘাতী হয়েছিলেন। তিনি কাডাপা জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এর আগে গত ২৮ মে ২৪ ঘণ্টার মধ্যে চেন্নাইয়ের দুটি হাসপাতালে আত্মহত্যা করেন দুই রোগী। প্রথম ঘটনাটি ঘটে শহরের স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার মাথুরের বাসিন্দা বছর পঞ্চাশ বয়সী ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। করোনার উপসর্গ নিয়ে দিন কয়েক আগেই তিনি চেন্নাইয়ের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিত্‍‌সা চলাকালীন গত মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।