নড়াইলে মাদক মামলায় যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০১ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নড়াইলে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুন্সী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন নড়াইল সদর উপজেলার পূর্বসিমাখালী গ্রামের শুকুর মোল্যার ছেলে লিটন মোল্যা।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ নড়াইল সদর উপজেলার পূর্ব সিমাখালী গ্রামের নিজ বাড়ি থেকে লিটন মোল্যা (২৫) এবং তার মা হাসিয়া বেগম (৫০) ভারতীয় ৫ বোতল ফেনসিডিল ও ৪৮ কেজি তরল মাদকসহ পুলিশের হাতে আটক হন।

এ ঘটনায় এএসআই নাসির বাদী হয়ে পরদিন ১৪ মার্চ মামলা দায়ের করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে হাসিয়া বেগমকে বেকসুর খালাস ও লিটন মোল্যাকে দণ্ডাদেশ দেন।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।