শিনজো আবের পদত্যাগে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৯ আগস্ট ২০২০

অডিও শুনুন

স্বাস্থ্যগত সমস্যার কারণে গতকাল শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দ্বীপরাষ্ট্র জাপানের সবচেয়ে বেশি সময় ধরে সফলতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী শিনজো আবে। তার পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যাঞ্চেলর ছাড়াও প্রতিক্রিয়া জানিয়েছে চীন, রাশিয়ার নেতাদের মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
শিনজো আবের পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট এবং আবের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শিনজো আবেকে আমি সর্বোচ্চ সম্মান দিতে। আমার খুবই ভালো বন্ধু তিনি।’ আবের ইস্তফা দেওয়া নিয়ে তিনি বলেন, ‘এটা জেনে আমার খুবই খারাপ লাগছে।’

প্রেসিডেন্টের সরকারি বাহন এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের জানান, শিনজো আবে তার দেশকে খুব ভালোবাসতো। জাপানের নেতাকে এ নিয়ে ফোন করবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বিবৃতি দিয়ে জানান, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীন-জাপান সম্পর্ক সঠিক পথে ফিরতে শুরু করেছিল এবং তাতে নতুন নতুন অর্জন যুক্ত হয়েছে। এ লক্ষ্যে অর্জনে প্রধানমন্ত্রী আবের গুরুত্বপূর্ণ প্রচেষ্টাগুলির ইতিবাচক মূল্যায়ন করে দ্রুত তার আরোগ্য কামনা করি আমরা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আবের পদত্যাগের খবর শোনার পর প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় লিখেছেন, ‘শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ এবং বিশ্বের জন্য দুর্দান্ত কিছু অর্জন করেছেন।’

বরিস জনসন দুই দেশের সম্পর্কোন্নয়নে শিনজো আবের ভূমিকার প্রশংসা করে আরও লিখেছেন, ‘তার নেতৃত্বে যুক্তরাজ্য-জাপান বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হয়েছে। এতগুলো বছর ধরে এই সেবার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি।’

জার্মান চ্যান্সেলর
শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের খবর পর এ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সাংবাদিকদের বলেন, ‘তার পদত্যাগের খবর শুনে আফসোস হচ্ছে । তবে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। একসঙ্গে খুব ভালো কাজ করেছি আমরা।’

রাশিয়া
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জাপানের প্রধামন্ত্রী শিনজো আবের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের খুব চমৎকার সম্পর্ক ছিল জানিয়ে শিনজো আবের পদত্যাগে ক্রেমলিন দুঃখিত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আবের পদত্যাগের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী আবে আমার কাছে অত্যন্ত আন্তরিক একজন ব্যক্তি। তিনি নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করেছেন। তিনি দেখিয়েছেন, কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে একনিষ্ঠ একজন নেতা সবার খেয়াল রাখতে পারেন।’

দক্ষিণ কোরিয়া
দীর্ঘমেয়াদে জাপানের ক্ষমতায় থাকা শিনজো আবের গুরুত্বপূর্ণ অনেক অবদানের কথা স্মরণ করে তার আচমকা পদত্যাগের ঘোষণায় দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির দেওয়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়া-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আবের বড় ধরনের ভূমিকা থাকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

সিউলের দেয়া বিবৃতিতে শিনজো আবের দ্রুত আরোগ্যও কামনা করার সঙ্গে জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে দেশটির অনাগত নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়া সরকার কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।