বাংলাদেশের ভিডিও ভারতের নামে চালিয়ে বিপাকে কানাডিয়ান লেখক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৮ আগস্ট ২০২০

‘এটা করাচি, কাশ্মীর কিংবা কেরালা নয়, ইসলাম জিন্দাবাদের এই আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে’। বাংলাদেশের ৩ বছরের পুরনো ভিডিও কলকাতার বলে টুইট করে বিপাকে পড়লেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহ।

কাতারে কাতারে মুসলিম ধর্মাবলম্বী বাংলাদেশের রাজপথজুড়ে হেঁটে চলেছেন। বাজছে ‘ইসলাম জিন্দাবাদ’ নামে একটি গান, সবাই তাতে গলা মেলাচ্ছেন। বাংলাদেশের এই মিয়ানমারবিরোধী মিছিলের ভিডিও কলকাতার বলে পোস্ট করলেন তারেক ফাতাহ। পরে অবশ্য সেটি মুছে দিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছিলেন, ‘এটা করাচি, কাশ্মীর বা কেরালা নয়, ইসলাম জিন্দাবাদের এই আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে’।

শুক্রবার সকাল ৬টা ৪৮ মিনিটে পোস্ট করা ওই টুইট এখনও পর্যন্ত দেখা হয়েছে- ২ লাখ ৪০ হাজারেরও বেশি। লাইক পড়েছে প্রায় ১১,৪০০। এটি কলকাতার নয়, বাংলাদেশের ভিডিও তা লিখে অনেকেই পোস্টের নীচে মন্তব্য করে তারেক ফাতাহকে অবগত করার চেষ্টা করেন।

ইতোমধ্যে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে এই ভুয়া এবং সাম্প্রদায়িক হিংসা জড়িত টুইটের স্ক্রিনশট পোস্ট করে পাল্টা টুইট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘বাংলাদেশের এই ভিডিওটি কলকাতার বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে’।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।