নুহাশ হুমায়ূনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০১ নভেম্বর ২০১৫

অনেক জল্পনা কল্পনা হয়েছে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনকে নিয়ে। বাবার মতো তিনিও লেখালেখি কিংবা মিডিয়ার সাথে জড়িত থাকবেন কি না। এ নিয়ে সরাসরি কখনোই মুখ খুলেননি নুহাশ।

তবে কাজ করে প্রশংসিত হয়েছিলেন একটি মুঠোফোনের বিজ্ঞাপনে। তার কিছুদিন পর নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেছিলেন বাবাকে স্মরণ করে। সেই লেখা ছুঁয়ে গিয়েছে পাঠকের মন।

এবার তিনি সরাসরি নেমে এলেনে শোবিজের মাঠেই। সম্প্রতি নুহাশ হুমায়ূনের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা পোকালাইপস’। চার মিনিট পঁচিশ সেকেন্ড ব্যাপ্তির চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের।

গেল বৃহস্পতিবার বঙ্গবিডির ইউটিউব চ্যানেল চলচ্চিত্রটির ট্রেলার রিলিজ দেয়া হয়েছে। শনিবার মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, জিয়াউল আহসান, আবরার, বায়েজিদ, নাঈম, দোয়েল প্রমুখ।

গেল ২২ মে বনানীর ওল্ড ডিএইচএসে চলচ্চিত্রটির শুটিং হয় বলে জানিয়েছেন ফুয়াদ নাসের।

দেখুন চলচ্চিত্রটির ট্রেলার :


এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।