জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সতর্কতা জারি


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১২ জুলাই ২০১৪

২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত জাপানের উত্তরাঞ্চলীয় ফুকুশিমার নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে আবারও ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার সকালে রাজধানী টোকিওর উত্তরপূর্বে ফুকুশিমার উপকূলীয় এলাকায় সাগরের ১০ কিমি নিচে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে এনডিটিভি।

জাপানের আবহাওয়ার সংস্থার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া ভূমিকম্পের কারণে ফুকুশিমার দাইচি পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

উল্লেথ্য, ২০১১ সালে আঘাত হানা ভূমিকম্প ও সুনামিতে তৈরি হওয়া বিপর্যয়ে ফুকুশিমা এলাকার প্রায় ১৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।