ঝিনাইদহে ৪ শিবির কর্মী আটক
ঝিনাইদহে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার মহেশপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই, সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মহেশপুর উপজেলার পৈলানপুর গ্রামের শুকুর আলীর ছেলে ওমর আলী (২৩), রায়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সামউল ইসলাম (১৯), মহেশপুর শহরের জমিদার পাড়ার নবিছ উদ্দীনের ছেলে বিনু শেখ (২৫) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (২৬)।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, শনিবার রাতে মহেশপুরে সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও কিছু জিহাদি বই নিয়ে চার শিবির কর্মী শহরে অবস্থান করছেন, এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক চার শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে তিনি জানান।
আরাফাতুজ্জামান/এমজেড/এমএস