ওয়াশিংটনের চাপ প্রয়োগের নীতি শতভাগ ব্যর্থ হয়েছে : রুহানি
ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চাইলে যুক্তরাষ্ট্রকে প্রথমে ২০১৫ সালে তেহরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তিতে ফিরতে হবে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই শর্ত দিয়ে বলেছেন, তবেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে তেহরান।
দুই বছর আগে ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র।
ওই সময় ইরান শর্ত মানছে না অজুহাতে ওই বছর পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগের চুক্তি বাতিল করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী বলে জানান তিনি।
চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে দেশটির বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করে নতুন এই চুক্তির প্রস্তাব দেয় ওয়াশিংটন; যদিও তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপপ্রয়োগের নীতি শতভাগ ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র যদি আমাদের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে সবার আগে আগের চুক্তিতে ফিরতে হবে।
সূত্র: রয়টার্স।
এসআইএস/এমকেএইচ