ভিন্ন জাতের যুবকের সঙ্গে প্রেম, সাজা ‘গণধর্ষণ’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ২৪ আগস্ট ২০২০

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ভিন্ন জাতের যুবকের সঙ্গে প্রেম করায় এক আদিবাসী নারীকে গণধর্ষণ ও সালিশে শাস্তি দেয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটলেও বিষয়টি নজরে আসে শনিবার বিকেলে। জেলার মোহাম্মদ বাজারের এ ঘটনায় স্থানীয় মোড়লসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুই সন্তানের জননী (৩০) ওই নারী মোহাম্মদ বাজারের চরিচা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে তার স্বামী মারা যান। এলাকারই এক যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তবে ওই যুবক ভিন্ন জাতের হওয়ায় তা ভালো চোখে দেখেননি গ্রামবাসীদের একাংশ।

পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত ১৮ আগস্ট সন্ধ্যায় পূজা শেষে স্থানীয় শেওড়াকুড়ি মোড় থেকে তিনি ওই যুবকের সঙ্গে গ্রামে ফিরছিলেন। তখন গ্রামের বেশকিছু লোক তাদের ক্লাবঘরে নিয়ে মারধর করে। এরপর গভীর রাতে ক্লাবের সদস্য পাঁচ যুবক পাশের জঙ্গলে নিয়ে তাকে গণধর্ষণ করে। পরদিন সকালে দুইজনকে ছেড়ে দেয় তারা।

এর দুদিন পর স্থানীয় আদিবাসী গাঁওতা নেতা রবীন সরেনের উদ্যোগে পুলিশে অভিযোগ করেন ওই নারী। রবীন বলেন, ‘খুবই ভয়ে আছেন নির্যাতিতা। এই অন্যায় মেনে নেয়া যায় না। তাই ওর পাশে দাঁড়িয়েছি।’

এদিকে গণধর্ষণের পর বুধবার সকালে সালিশ বসিয়ে ওই নারীকেই ১০ হাজার ও যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযুক্তদের পরিবারের দাবি, গণধর্ষণের ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই নারী। জলপা হাঁসদা ও তাম্বর মারান্ডি নামে দুজন ইতোমধ্যেই ধরা পড়েছে।’

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।