জাতীয় সংসদকে নিয়ে টিআইবির মন্তব্য উদ্ধতপূর্ণ


প্রকাশিত: ০৯:১১ এএম, ৩১ অক্টোবর ২০১৫

জাতীয় সংসদকে পুতুল নাচের ঘর বলায় টিআইবির বক্তব্যকে উদ্ধতপূর্ণ, অতিরঞ্জিত ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। তিনি বলেন, যারা পুতুল নাচায় টিআইবি তাদের দ্বারাই নাচছে। যে সংসদে সংবিধান এবং আইন তৈরি হয় সেই সংসদকে নিয়ে যারা এমন মন্তব্য করে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়।

শনিবার দুপুরে জেলার লালপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজতি এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে টিআইবির কার্যক্রম নিয়ে ডেপুটি স্পিকার আরো বলেন, টিআইবির হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে আসে। তাদের সে টাকার উৎস খুঁজে বের করার পাশাপাশি টিআইবির কার্যক্রম সরকারের বন্ধ করে দেয়া উচিত।

লালপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্ব : জাতীয় ও আন্তর্জাতিক অর্জন র্শীষক সেমিনারে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ অন্যান্যরা। এ সময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।