যুদ্ধাপরাধীদের পক্ষে অ্যামনেস্টির দালালি বন্ধের দাবি


প্রকাশিত: ০৭:২৬ এএম, ৩১ অক্টোবর ২০১৫

যুদ্ধাপরাধীদের পক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্লজ্জ দালালি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ডা.শফিকুর রহমান বলেন, আমি বুঝতে পারছি না বাংলার মাটিতে অবস্থান করে অ্যামনেস্টি ইন্টান্যাশনাল যুদ্ধাপরাধীদের পক্ষে নেওয়ার এমন দুঃসাহস কেমন করে দেখায়।

তিনি বলেন, রাজাকারদের গডফাদার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের প্রবীন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিদেশে অবস্থান করে যুদ্ধপরাধীর বিচার নিয়ে ষড়যন্ত্র করছেন।

এ সময় সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিদুল ইসলাম বাংলাদেশের মাটিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যাবতীয় কাজ নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধনে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।