এবার চোখের ইশারায় চলবে কম্পিউটার


প্রকাশিত: ০৭:১৫ এএম, ৩১ অক্টোবর ২০১৫

বিজ্ঞানের ক্রমাগত উন্নতির ফলে দৈনন্দিন জীবনের  কাজগুলো সহজ থেকে সহজতর হচ্ছে। এখন নিজের প্রিয় কম্পিউটারটি চালাতে হাতের স্পর্শ লাগবে না। কারণ কম্পিউটার চোখের ইশারা অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা এবং মুখের বিভিন্ন ভাব চিনতে সক্ষম হবে কম্পিউটার।

এমনই কম্পিউটারে উদ্ভাবনে কাজ করছেন একদল বিজ্ঞানী। তাদের মতে,বর্তমানে ক্লিক, টাইপ, সার্চ এবং সিরির মতো ভারচুয়াল সহকারী সফটওয়্যারের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে পিসি চালাতে পারেন ব্যবহারকারী।

গবেষকরা বলছেন, মানুষ যেভাবে একে অপরের সঙ্গে মুখোমুখি যোগাযোগে হাসি, ভ্রুকুটি, নির্দেশনা ও বিভিন্ন আওয়াজ ব্যবহার করে একে তার সঙ্গে তুলনা করা যায়। এতে সফল হলে ইশারাতেই চলবে কম্পিউটার।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।