গোমাংস খেয়ে তৃণমূল-সিপিএম নেতাদের প্রতিবাদ


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ৩১ অক্টোবর ২০১৫

ভারতজুড়ে বেড়ে চলা উগ্র অসহিষ্ণুতার প্রতিবাদে পাশাপাশি তৃণমূল-সিপিএম। কলকাতায় এক প্রতিবাদ সমাবেশে শুক্রবার সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, তৃণমূলপন্থী নেতা সুবোধ সরকার একে অপরকে গোমাংস খাইয়ে প্রতিবাদ জানালেন।

কখনো ফ্রিজে গোমাংস রাখার অভিযোগে প্রৌঢ়কে পিটিয়ে হত্যা। কখনো গোমাংস পরিবেশনের অভিযোগে কেরল ভবনের ক্যান্টিনে দিল্লি পুলিশের হানা। সম্প্রতি ভারতে অসহিষ্ণুতার ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, গোমাংস খাওয়া নিয়ে এত হইচই কেন?

শুক্রবার ধর্মতলায় প্রতিবাদে সামিল হওয়া রাজনীতিকরাও একই রকম প্রশ্ন তুললেন। সিপিএম নেতা বিকাশরঞ্জন ও তৃণমূল নেতা সুবোধ একসুরেই বললেন, খাবারে কোনো রকম ফতোয়া তারা মানবেন না। অসহিষ্ণুতার এই প্রতিবাদে সামিল হয়েছেন ভারতের সংখ্যালঘু মুসলিম নেতা রেজ্জাক মোল্লাও। তিনি বলেন, কে কী খাবে, তার ওপর কোনো ফতোয়া জারি করা কাম্য নয়।

ভারতে বাড়তে থাকা অসহিষ্ণুতার জন্য কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকেই দায়ী করছেন অনেকেই। এরই মধ্যে সমালোচনার মুখে পাল্টা আক্রমণের পথ বেছে নিলেন কলকাতার বিজেপি।

দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেছেন, কে কী খাবে, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিফ পার্টি করা হচ্ছে, এতে শাসক দলের মদত আছে। যোগ দিয়েছে তৃণমূল-সিপিএম। তিনি বলেন, এগুলো করে সাম্প্রদায়িক অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।