সরাইলে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক


প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের সাথে আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ধরন্তি নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে আটক ওই চার ডাকাত আহত হয়েছেন। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ডাকাতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যায় ধরন্তি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তি এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

প্রায় আধাঘণ্টা চলা বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দেশীয় তৈরি একটি পাইপগান ও ছয় রাউন্ড কার্তুজসহ চার ডাকাতকে আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা আটক ডাকাতদের গণপিটুনি দেয়।

এতে ডাকাতরা আহত হলে তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা রিনশ্চিত করে জাগো নিউজকে জানান, ডাকাত-পুলিশের মধ্যে ৮/১০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো পুলিশ ও ডাকাত গুলিবিদ্ধ হয়নি। তিনি আরো জানান, আটক ডাকাতদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।