আরিফের বাসায় ফখরুল


প্রকাশিত: ০৬:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হকের বাসায় গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় যান।

এসময় আরিফুল হক চৌধুরীর বৃদ্ধা মা ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। আলাপকালে আরিফুল হক চৌধুরীর মা আমেনা খাতুন তাঁর একমাত্র ছেলে আরিফের অনুপস্থিতিতে তার পরিবারের অসহায়ত্বের ও দুর্দশার কথা তুলে ধরেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহস রাখার পরামর্শ দিয়ে বলেন, ‘আরিফুল হক চৌধুরী যে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার, এটা সিলেটবাসী-দেশবাসী সবাই জানেন।

তিনি বলেন, ‘জনগণের প্রিয় জনপ্রতিনিধি আরিফুল হক চৌধুরীর এই জালিম সরকারের হাত থেকে মুক্ত হওয়া সময়ের ব্যাপার। কারণ সত্যের জয় সুনিশ্চিত।’

আরিফুল হক চৌধুরীর মাকে সান্ত্বনা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, শারীরিকভাবে অসুস্থ আরিফকে কারান্তরীণ রেখে অন্যায়ভাবে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তার বিচার আল্লাহ একদিন ঠিকই করবেন।’

মির্জা ফখরুল আরিফুল হক চৌধুরীর শিশুকন্যা নাইফাকে কোলে তুলে আদর করেন এবং ঢাকায় অবস্থানরত আরিফের স্ত্রী সামা হক চৌধুরীর সাথে ফোনে কথা বলেন।

আরিফের বাসায় এসময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, সাবেক ছাত্রনেতা তৈমুর হোসেন বিপুল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বক্ত সাদেক, ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, ল’কলেজ এর সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন, শাকিল মোর্শেদ প্রমুখ।

ছামির মাহমুদ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।