১৩৭ রানে বিদায় নিলেন সাকিব


প্রকাশিত: ০৮:০০ এএম, ০৪ নভেম্বর ২০১৪

খুলনা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহ ১৪২ ওভারে ৬ উইকেটে ৩৮০। ক্রিজে আছেন তাইজুল ৪ ও শুভাগত ১২।

দলীয় ৩০৫ রানে ব্যক্তিগত ১০৯ রানে মাসাকাদজার বলে আরভিনকে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। তামিমের এই ইনিংসে ছিল ১০টি চার। এর পর দলীয় ৩২২ রানে রান আউট হন অধিনায়ক মুশফিক (১১)। সাকিব তাড়াহুড়ো করতে গিয়ে রান নিতে গেলে মুশফিকের প্রান্তে সরাসরি স্টাম্প ভেঙে দেন সিকান্দার রাজা। স্কোর বোর্ডে রান যখন ৩৭৬ তখন ব্যক্তিগত ১৩৭ রানে আরভিনের বলে বোল্ড হয়ে বিদায় নেন সাকিব আল হাসান। সাকিবের এই ইনিংসে ছিল ২টি ছয় ও ১৮টি চার।

এর আগে প্রথম দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিক ব্যাটসম্যানরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।