বগুড়ায় ৬৪ হাজার শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে


প্রকাশিত: ১১:২৫ এএম, ৩০ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় এবার বগুড়া জেলার ৬৪ হাজার শিক্ষার্থী ১৭১টি কেন্দ্রে অংশ নিতে যাচ্ছে।
 
জানা গেছে, জেলার ১২টি উপজেলার ১৭১টি কেন্দ্রে ৬৩ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫ হাজার ২৩৭ জন এবং এবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৭৩৬ জন। এরই মধ্যে পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব বন্টন করা হয়েছে।

সূত্র জানায়, আদমদিঘি উপজেলায় এবার ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ৯৪৮ জন এবং এবতেদায়ী পরীক্ষায় অংশ নেবে ৩৪৪ জন শিক্ষার্থী।

কাহালুতে প্রাথমিকে ২ হাজার ৮৭৪ ও এবতেদায়ীতে ৮৫২, গাবতলীতে প্রাথমিকে ৫ হাজার ২৫০ ও এবতেদায়ীতে ৮৪৫, দুপচাঁচিয়ায় প্রাথমিকে ২ হাজার ৭১৫ ও এবতেদায়ীতে ৫৭৫, ধুনটে প্রাথমিকে ৫ হাজার ৮৮৯ ও এবতেদায়ীতে ৪৭৭, নন্দীগ্রামে প্রাথমিকে ৬ হাজার ৯২১ ও এবতেদায়ীতে ৪৩৫, বগুড়া সদর উপজেলায় প্রাথমিকে ৮ হাজার ৫৯৭ ও এবতেদায়ীতে ১ হাজার ২৩২, শিবগঞ্জে প্রাথমিকে ৫ হাজার ৬১৬ ও এবতেদায়ীতে ১ হাজার ২৬৮, শেরপুরে প্রাথমিকে ৫ হাজার ৬১৭ ও এবতেদায়ীতে ৯৮১, সারিয়াকান্দিতে প্রাথমিকে ৪ হাজার ৫৮১ ও এবতেদায়ীতে ৩১২, সোনাতলায় প্রাথমিকে ৩ হাজার ৮৮৪ ও এবতেদায়ীতে ২৮২, শাজাহানপুরে প্রাথমিকে ৪ হাজার ৩৪৮ ও এবতেদায়ীতে ১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, ইতোমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপকরণ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা পাঠানো হয়েছে।

লিমন বাসার/এমএএস/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।