যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়ে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
যৌন নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় প্রধান দিলসেতারা চুনির সভাপতিত্বে সভার মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম।
সভায় আলোচকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাসকে নিরাপদ রাখতে হবে। কিন্তু যৌন হয়রানির মতো ঘটনা নারীর স্বাভাবিক শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষার্থীদের সচেতনতা ও যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বন্ধ করতে হবে।
সমিতির সিনিয়র এক্সপার্ট আবু হানিফের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌন নিপীড়ন বিরোধী সেল রাবি শাখার আহ্বায়ক মাহবুবা কানিজ কেয়া এবং আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ।
ইউএন উইমেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও সিডার যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রাশেদ রিন্টু/বিএ