সাংবাদিকরা লেখালেখি করে কিছু করতে পারবে না


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, আমার বিরুদ্ধে সাংবাদিকরা যতই লেখালেখি করুক না কেন, কিছুই হবে না। এতে করে শুধু দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমার সঙ্গে কোনো সাংবাদিক গেলে পার পাবে না। অন্যজনের সুবিধা নিয়েই তারা আমার বিরুদ্ধে লেখালেখি করছেন।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এই ঘটনায় মানবাধিকার কর্মীরা বালিয়াডাঙ্গী উপজেলা রনবাগ এলাকা পরিদর্শন করে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও জমি দখলের সত্যতা পায়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন ও শালিস কেন্দ্রের পরিচালক সুলতানা কামাল ওই সব বিষয় তুলে ধরেন।

এ নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে আলোচনা হলে, এমপি ক্ষুব্ধ হয়ে উঠে তার বক্তব্যে সাংবাদিকদের বিরুদ্ধে নানা কথা বলেন।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফরহাত আহম্মেদ প্রমুখ।

রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।