ছাত্রীদের ছেঁড়া জুতা রাখার আহ্বান শামীম ওসমানের
ইভটিজারদের শায়েস্তা করতে স্কুলের ছাত্রীদের বাড়িতে ছেঁড়া জুতা রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তাদের উদ্দেশে তিনি বলেন, স্কুলের আসা যাওয়ার সময় কোন বখাটে ছাত্রীদের ইভটিজিং করলে কয়েকজন ছাত্রী মিলে তিনবার সতর্ক করার পর ছেঁড়া জুতা দিয়ে উত্তম মাধ্যম দিয়ে প্রতিরোধ করবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান আরো বলেন, ইভটিজারদের প্রতিরোধ করতে ছাত্রীরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে দেখবে ইভটিজাররা তোমাদের উত্ত্যক্ত করার সাহস পাবে না। আর প্রতিটি স্কুলের ছাত্রীদের ইভটিজারদের হাত থেকে রক্ষা করতে স্কুলের ছাত্রদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান আরো বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। কিন্তু বর্তমানে সোনার মানুষের খুব অভাব। ভাল মানুষ সামনে দিকে আসতে চায় কিন্ত খারাপ লোকদের কারণে তা পারছে না। তাই আজকের স্কুলের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনা করবে এবং তারাই দেশের ভাগ্যের পরিবর্তন করবে।
এক শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরো বলেন, কোন গরিব শিক্ষার্থী অর্থের অভাবে লেখাপড়া করতে না পারলে স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে আর স্কুলের কর্তৃপক্ষ তা ব্যবস্থা করতে না পারলে আমাকে বলবেন আমি নিজেই ব্যবস্থা নেব। কোন গরীব শিক্ষার্থী অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হতে পারে না। বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ব্যাপারে নিজেই তদারকি করছেন।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি শামীম ওসমানের সহধর্মনী সালমা ওসমান লিপি বলেন, একটা ভাল বাবা ও একটা ভাল স্বামী কখনো খারাপ হতে পারে না। একজন রাজনৈতিক নেতা কখনো খারাপ হতে পারে না। আর একজন ভাল শিক্ষার্থী কখনো খারাপ হতে পারে না। তাই প্রতিটা শিক্ষার্থীকে অবশ্যই ভাল হতে হবে। তোমরা ভালভাবে লেখাপড়া করবে আর তোমাদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা তোমাদের এমপি শামীম করে দেবে।
নবীনবরণ অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর শিরিন বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শাহিনা আরা বেগম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল প্রমুখ।
শাহাদাৎ হোসেন/এসএইচএস/আরআইপি