রিয়ালের বিপক্ষে মাসচেরানোকে পাচ্ছে বার্সা


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

বার্সেলোনার ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোকে বুধবার লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ। তবে দুই ম্যাচের বেশি নিষেধাজ্ঞা না পাওয়ায় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাসচেরানোকে পাচ্ছে বার্সেলোনা।

গত রোববার লা লিগায় এইবারের বিপক্ষের ম্যাচে সহকারী রেফারিকে অপমান করায় সরাসরি লাল কার্ড দেখেন বার্সেলোনার ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো। সে ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিকে ৩-১ গোলে এইবারকে হারায় বার্সেলোনা।

সরাসরি লাল কার্ড দেখলে সাধারণত চার ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হয় ফুটবলারদের। তবে অপরাধ খুব গুরুতর না হওয়ায় এই যাত্রা দুই ম্যাচ দিয়েই পার হচ্ছেন মাসচেরানো।

আগামী ২১ নভেম্বর বার্নাব্যুতে রিয়ালের আতিথেয়তা নেবে বার্সেলোনা। ইনজুরি সমস্যার কারণে এমনিতেই বার্সেলোনার সেরা তারকাদের পাচ্ছে না এল ক্লাসিকোতে। তাই মাসচেরানোকে হারালে গোদের উপর বিষের ফোঁড়ার মত হত তাদের।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।