মানব পাচারকারীদের ঘুষ দিয়েছে অস্ট্রেলিয়া : অ্যামনেস্টি


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

অভিবাসীদের বহনকারী নৌকার গতিপথ পরিবর্তন করার জন্য অস্ট্রেলিয়া মানব পাচারকারীদের ঘুষ দিয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি।

বুধবার এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলছে, অভিবাসন প্রত্যাশী অসংখ্য যাত্রীবোঝাই নিউজিল্যান্ডগামী একটি নৌকা পরিচালনাকারী ছয় ব্যক্তিকে ৩২ হাজার ডলার ঘুষ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সেনাবাহিনী ওই অর্থ দিয়ে মানব পাচারকারীদেরকে নৌকাটি আবার ইন্দোনেশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানায়।

অ্যামনেস্টির প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নৌকাটির যাত্রীদের তোলা ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত মে মাসে যখন শত শত নৌকায় করে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী সাগরে ভাসছিল তখন এ কাজ করেছে অস্ট্রেলিয়া। এমন সময় দেশটি এ ধরনের অনেক নৌকার গতিপথ বদলে দিয়েছে যখন দীর্ঘ সময় ধরে চলার জন্য এসব নৌকার প্রয়োজনীয় জ্বালানি ছিল না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শরণার্থী বিষয়ক গবেষক আন্না শেয়া বলেন, অস্ট্রেলিয়া গত কয়েক মাস ধরে মানবপাচারকারীদের ঘুষ দেয়ার অভিযোগ অস্বীকার করে এসেছে। অথচ আমাদের তদন্তে এ ধরনের অসংখ্য ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।