শাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ শুক্রবার


প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৯ অক্টোবর ২০১৫

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে শুক্রবার। এ দিন রাত ১১.৫৯টা পর্যন্ত টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে আবেদন করা যাবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা জাগো নিউজকে বলেন, ইতিমধ্যে প্রায় ৩৪ হাজার ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে (বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত)। আশা করছি শেষ দিন (শুক্রবার) এ সংখ্যা আরও বাড়বে। তবে আবেদনের সময় আর বাড়ানো হবে না বলেও উল্লেখ করেন তিনি।

ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯.৩০টায় `এ` এবং দুপুর ২.৩০টায় `বি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চাইলে, ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা (www.sust.edu) ওয়েবসাইটে পাওয়া যাবে।

আব্দুল্লাহ আল মনসুর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।