তালেবানের দখলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের দারকাদ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তাখার প্রদেশের পুলিশের মুখপাত্র তালেবানের দারকাদ দখলে নেয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রদেশের অন্য দুটি জেলায়ও প্রচণ্ড সংঘর্ষ চলছে। খবর বিবিসির।
সোমবার দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও নেপাল ভূমিকম্পে কেঁপে উঠে। ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকেম্প সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তান ও পাকিস্তানে। দেশ দুটিতে অন্তত ৩৬০ জনের প্রাণহানি ঘটেছে।
পুলিশের ওই মুখপাত্র দারকাদ জেলার দখলে তালেবান নিয়েছে বলে জানালেও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে দুই হাজার মানুষ আহত হয়েছেন। তবে দারাদ জেলায় হতাহতের ঘটনা অন্যান্য জেলার চেয়ে তূলনামূলক কম।
সোমবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাখার প্রদেশের পার্শ্ববর্তী বাদাখশান প্রদেশে। এরই মধ্যে বাদাখশান প্রদেশে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আফগান সরকার। বেশ কয়েকটি এলাকায় তাঁবু ও কম্বল বিতরণ করা হয়েছে। কিন্তু প্রত্যন্ত অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।
এসঅাইএস