পায়রা বন্দরের কার্যক্রম হাতে নিচ্ছে সরকার
চট্টগ্রামের পাশাপাশি এবার পায়রাতে গভীর সমুদ্র বন্দরের জন্য প্রকল্প হাতে নিয়েছে সরকার। পায়রা সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে এক হাজার ১শ ২৮ কোটি ৪৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় পায়রা বন্দরসহ ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
প্রকল্পের অংশ হিসেবে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বন্দরের কার্যক্রম চালু করা ও জাতীয় মহাসড়কের সঙ্গে বন্দরের যোগাযোগ স্থাপন করতে পাঁচ দশমিক ৬০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।
সড়কটি হবে খেলুপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত। প্রকল্পের সম্পূর্ণ টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় হবে। আর চলতি বছরের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মেয়াদী এ প্রকল্পের কার্যক্রম শেষ করবে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত পায়রা বন্দর দেশের তৃতীয় ও দক্ষিণ এশিয়ার একটি অন্যতম সামুদ্রিক বন্দর। অবস্থানগত কারণে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু বাস্তবে উন্নয়ন ও অগ্রগতি তেমনভাবে হয়নি বন্দরটির। অবকাঠামো সুবিধার অভাব ও সংলগ্ন মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখন পর্যন্ত এটি চালুই হয়নি।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, বাংলাদেশ বন্দরগুলোকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে চায়। এজন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এসএ/এসকেডি/আরআইপি