বরগুনায় অনুষ্ঠিত হলো জোসনা উৎসব


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৯ অক্টোবর ২০১৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো বরগুনায় পালিত হলো ব্যতিক্রমী অনুষ্ঠান `জোসনা উৎসব`। বরগুনার বিষখালী নদীর মোহনায় বাইনচটকির চরের স্নিগ্ধ বনভূমিতে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ উৎসব।

জোছনা উৎসবের আয়োজক তরুণ সাংবাদিক সোহেল হাফিজ জাগো নিউজকে জানান, দিন দিন নির্মল বিনোদনের সকল সুযোগ একে একে হারিয়ে যাচ্ছে। এ জোছনা উৎসব বরগুনার সর্বস্তরের নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ তরুণ প্রজন্মের নির্মল বিনোদনের একটি সুযোগ তৈরি করবে। পরবর্তী বছরগুলোতে আরও বড় পরিসরে জোছনা উৎসব বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।  

জোছনা উৎসবে সঙ্গীত পরিবেশন করেন মনোয়ার হোসেন, কমল মজুমদার, মোসতাক আহমেদ, মুনিরুজ্জামান স্বপন, মালেক খান ও অমিত কর্মকার প্রমুখ। পুঁথি পাঠ করেন সাংবাদিক মনির হোসেন কামাল। কবিতা আবৃত্তি করেন হুরুন্নাহার রোজী এবং চারণ কবি ইদ্রিস আলী খান। এছাড়া কাজী সেলিনা হোসেনের রম্য সংবাদ, রাজিল হাসান রাজিমের কমেডি, মুনির জামান ও মুশফিক আরিফের প্যারোডির পাশাপাশি স্নিগ্ধ রাতে বাঁশি বাজিয়ে উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলেন বংশীবাদক আরিফুর রহমান সোহেল।  

এ উৎসবে সংঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় লাকি কুপণের। এতে একমাত্র পুরস্কার একটি স্যামস্যাং মোবাইল ফোন জিতে নেন জাগো নিউজের বরগুনা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম মিরাজ।

Barguna-Pic
জোছনা উৎসবে উপস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোট, বরগুনার সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান বলেন, উদ্যোগটি অত্যন্ত সময় উপযোগী। তরুণ সাংবাদিক সোহেল হাফিজের প্রস্তাবনায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের এ জোছনা উৎসব শতভাগ সফল হয়েছে বলে আমি মনে করি। আগামী বছরগুলোতে আরও আকর্ষণীয় করে এ উৎসবের আয়োজন করা হবে।   

প্রথমবারের মতো আয়োজিত এ জোছনা উৎসবে বরগুনার সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আব্দুল খালেক, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু, চিত্তরঞ্জনশীল, জহিরুল হাসান বাদশা, জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বরগুনার সহ-সভাপতি মনোয়ার হোসেন, উদীচী বরগুনার সহ-সভাপতি আ. মালেক খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোসতাক আহমেদ, বরগুনা থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মুনিরুজ্জামান, শাহ মো. ওলিউল্লাহ, সাংবাদিক আবু জাফর মো. সালেহ প্রমুখ।     

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।