গোপালগঞ্জে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৯ অক্টোবর ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে সনৎ কুমার সরকার নামে এক এনজিও কর্মকর্তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তিলছাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে ওই সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সনৎ কুমার সরকারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সনৎ কুমার সরকার জাগো নিউজকে জানিয়েছেন, তিনি কাশিয়ানীর তিলছাড়ায় ভিএফডাব্লিউএ এর ক্লিনিক ম্যানেজার হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি গোপালগঞ্জ থেকে থ্রি হুইলার যোগে তিলছাড়া অফিসে যাচ্ছিলেন।

অফিসের কাছাকাছি পৌঁছালে উপজেলার কামরোল গ্রামের হাকিম শেখের ছেলে নজরুল শেখ ও  ফায়েক শেখের ছেলে রাসেল শেখের নেতৃত্বে ৫-৬ জন যুবক হঠাৎ করে তার পথ রোধ করেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র  দিয়ে আমাকে উপর্যপুরি  কুপিয়ে আহত ও হাতুড়িপেটা করেন। এসময় সন্ত্রাসীরা আমার কাছ থেকে ৫০ হাজার টাকা লুটে নেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নজরুল শেখের স্ত্রী  রীনা আকতার ভিএফডাব্লিউএ এর তিলছাড়া ক্লিনিকের একজন সার্ভিস প্রমোটর ছিলেন। সম্প্রতি এনজিও কর্তৃপক্ষ ওই চাকরি থেকে তাকে অব্যাহতি প্রদান করেন।

এছাড়া নজরুল শেখ ও ফায়েক শেখের বিরুদ্ধে পুলিশের কাছে মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
 
এ ব্যাপারে কাশিয়ানী থানায় যোগাযোগ করা হলে এখনো কোনো অভিযোগ পাননি বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।