ইবোলায় সিয়েরালিওনে চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৪ নভেম্বর ২০১৪

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়েরালিওনে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা সোমবার জানান, মৃত চিকিৎসকের নাম ড. গডফ্রে জর্জ।

তিনি দেশটির কাম্বিয়া সরকারি হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। এ নিয়ে পশ্চিম আফ্রিকায় পাঁচজন স্থানীয় চিকিৎসক মারা গেলেন। সিয়েরালিওনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ব্রিমা কার্গবো তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এর আগে জর্জের অবস্থা খারাপ হলে তাকে রাজধানী ফ্রিটাউনে আনা হয়।

সিয়েরালিওনের চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। ২০১০ সালের এক হিসাব অনুযায়ী দেশটির প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র দুইজন চিকিৎসক রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একই সংখ্যক জনগণের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে ২৪০ জন চিকিৎসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।