সিফাত হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:১২ এএম, ২৯ অক্টোবর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ধরে সুষ্ঠু বিচারের দাবিতে মৌন মানববন্ধন করেছে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বিভাগের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং তাকে হত্যা করা হয়েছে বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলো সিফাতের পরিবার ও রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

হত্যার বিষয়টিও স্পষ্ট হয়েছে। সিফাতের দ্বিতীয় দফা ময়নাতদন্ত বোর্ডের প্রধান ও রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. রফিকুল ইসলাম বলেন, কবর থেকে উত্তোলন করে সিফাতের মৃতদেহ পরীক্ষার পর আমরা দেখেছি, তার মাথার পেছনের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথায় রক্ত জমাট  বেঁধেছিল। এর ফলেই তার মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড।

গত ২৯ মার্চ রাতে রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে তার রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পর সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলী, তার শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ আলী রমজান ও শ্বাশুড়ি নাজমুন নাহারকে আসামি করা হয়।

রাশেদ রিন্টু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।