মিনিস্কার্ট পরায় বিমানে উঠতে বাধা


প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৯ অক্টোবর ২০১৫

মিনিস্কার্ট পরার কারণে এক নারী যাত্রীকে বিমানে উঠতে না দেয়ায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। মিনিস্কার্ট পরার কারণে ওই নারী যাত্রীকে বিমানে উঠতে বাধা দেয় সংস্থাটির কর্মীরা। পরে পোশাক বদলানোর পর বিমানে উঠতে দেয়া হয় তাকে।

সোমবার সকালে ইন্ডিগোর মুম্বাই থেকে দিল্লিগামীএকটি বিমানে এ ঘটনা ঘটেছে।

মিনিস্কার্ট পরিহিত ওই নারী ইন্ডিগোরই সাবেক কর্মী। এ ঘটনার সংস্থাটি পাল্টা যুক্তি দেখিয়ে বলছে, ওই নারী কর্মী ও তার বোন বর্তমানে বিমানবালা হওয়ায় তার নির্দিষ্ট পোশাক বিধি মানা উচিত ছিল। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

তবে এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ইন্ডিগো।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।