রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবিতে মানববন্ধন
নাটোরে ১৫টি চিনিকলে কর্মরত ইক্ষু বিভাগের ইক্ষু উন্নয়ন সহকারীগণের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে ১৫টি চিনিকলের কয়েকশ ইক্ষু উন্নয়ন সহকারী এ কর্মসূচি পালন করেন।
এসময় নাটোর চিনিকল কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইক্ষু উন্নয়ন কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল বাশার, পঞ্চগড় চিনিকলের ইক্ষু উন্নয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্যামপুর চিনিকলের ইক্ষু কর্মী সংসদের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। এসময় ইক্ষু উন্নয়ন সহকারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন নাটোর জেলা শ্রমিকলীগের সভাপতি ও নাটোর চিনিকলের সিবিএ নেতা মাইনুুল হক, নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর চিনিকলে কর্মরত কৃষি বিভাগের সঙ্গে একীভূত করে চাকরি জাতীয়করণ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারীগণ অবহেলিত। এমতাবস্থায় তাদের চাকরি জাতীয়ৎকরণ করা না হলে পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল নাটোর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
রেজাউল করিম রেজা/এমজেড/এমএস