দুই মেয়েসহ করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ এএম, ০৪ আগস্ট ২০২০

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার একদিন পর দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও তার দুই মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার এক টুইট বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন ইয়েদুরাপ্পা। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভির।

টুইটে ইয়েদুরাপ্পা লেখেন, ‘আমি করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। যদিও আমি ভালো আছি, তবুও চিকিৎসকদের পরামর্শে আগাম সতর্কতা হিসেবে আমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সম্প্রতি যারা আমার কাছাকাছি এসেছিলেন তাদের সতর্ক ও সেল্ফ আইসোলেশনে থাকার অনুরোধ করছি।’

জুলাইয়ের শুরুর দিকে ইয়েদুরাপ্পার কার্যালয়ের কয়েকজন কর্মী করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হন। সেই সময় ইয়েদুরাপ্পা বলেন, ‘কার্যালয়ের কিছু কর্মচারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরিপ্রেক্ষিতে আমি আগামী কয়েকদিন বাড়ি থেকেই আমার কাজকর্ম চালাচ্ছি।’

এর আগে গত মাসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও করোনায় আক্রান্ত হন। তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইয়েদুরাপ্পার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে এক টুইটে তিনি লিখেছেন, ‘ইয়েদুরাপ্পা-জি আপনার দ্রুত সুস্থতার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।’

কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও টুইট করেন, ‘আমি চাই বিএস ইয়েদুরাপ্পা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং জনগণের জন্যে কাজ করতে খুব তাড়াতাড়ি সুস্বাস্থ্যের অধিকারী হোন।’

এছাড়া তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে শনিবার করোনায় প্রাণ হারান উত্তরপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রী কমল রানি বরুণ।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।