বরিশালে বিএনপি নেতা আটক
গোপন বৈঠক থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেন্দিগঞ্জ উপজেলায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাবেক কাউন্সিলর কামরুল আহসান কাজলকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর এসব অভিযান চালানো হয়।
এছাড়া উপজেলা বিএনপি সভাপতিসহ অনান্য নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান জানান, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এই অভিযান চালিয়েছে।
তবে জেলা উত্তর বিএনপির দফতর সম্পাদক নূরুল আলম রাজু জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় নির্দেশ থাকায় তারা ঘরোয়া পরিবেশে ইউনিয়ন কমিটিগুলো পুনঃগঠন করছিলেন। ২৪ অক্টোবর থেকে মেহেন্দিগঞ্জ উপজেলায় তারা কমিটি পুনঃগঠনের কার্যক্রম চালাচ্ছেন। হঠাৎ করে বুধবার রাত ১২টার পর পুলিশ মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবুর পৌর শহরের বাসায় হানা দেয়। জানালা ভেঙে ফেলে। এমনি করে অন্যান্য নেতাদের বাসায়ও হানা দেয়। এসময় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের দুর্গপুরের বাসায় অভিযান চালিয়ে তাকে হয়রানির জন্য আটক করা হয়।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জাগো নিউজকে জানান, গোপন বৈঠক থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে কামরুল আহসানকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বৈঠকে অংশ নেয়া অন্যদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
সাইফ আমীন/এমজেড/এমএস